ডাঃ সেকান্দর আলী কলেজে ষষ্ঠবারের মতো দ্বিবার্ষিক পাঠ পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আমি আশা করি তাদের এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের ফলাফলের প্রভূত উন্নতি সাধিত হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমেই সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী হয়। সরকার বরাবরের মতো শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থ বছরে শিক্ষা খাতে মোট ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রদান করেছে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ডাঃ সেকান্দর আলী কলেজ এর পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী সম্মিলিতভাবে যে সকল পদক্ষেপ গ্রহণ করবে তা বাস্তবায়নে আমার আন্তরিক সহযোগিতা থাকবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ডিজিটাল ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ দক্ষ মানবসম্পদ তৈরীতে ডাঃ সেকান্দর আলী কলেজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। একই সাথে ষষ্ঠ দ্বিবার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ডাঃ সেকান্দর আলী কলেজ এর শিক্ষায় মানের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি বিশ্বাস করি।
আব্দুল্লাহ আল খায়রুম
জেলা প্রশাসক, শেরপুর
ও
সভাপতি, গভর্নিং বডি
ডাঃ সেকান্দর আলী কলেজ