১৯৮৬ সালে শেরপুর জেলা সদরের একমাত্র বেসরকারী কলেজ হিসেবে ঐতিহ্যবাহী ডঃ সেকান্দর আলী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। শেরপুরের শিক্ষা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালনের প্রতিশ্রুতিকে সামনে রেখে কলেজটি কতিপয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টার ফসল ডঃ সেকান্দর আলী কলেজ। প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষকে সামনে রেখে কলেজটি অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। জেলার শিক্ষার মান উন্নয়নে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজের অবকাঠামো ও আধুনিক ডিজিটাল সকল প্রকার সুযোগ সুবিধা শিক্ষার পরিবেশকে অধিকতর উন্নত ও সমৃদ্ব করেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির রয়েছে সুনাম ও সুখ্যাতি। কলেজটিতে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ পূর্ণমাত্রায় বিদ্যমান। সম্প্রতি কলেজটিতে ডিগ্রী পর্যায়ে এমপিও ভূক্ত হওয়ায় কলেজের শিক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হয়েছে। একদল নবীন ও প্রবীণ শিক্ষকদের কলেজের লেখাপড়ার মান উৎকর্ষের শীর্ষে অবস্থান করেছে।প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটি শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থীদের শিক্ষা মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ব। কলেজের শিক্ষার মান আরো সমৃদ্ব এবং যগোপযোগী হোক এই প্রচেষ্টাই আমাদের।
মোঃ শামছুল আলম
অধ্যক্ষ ভারপ্রাপ্ত
ডাঃ সেকান্দর আলী কলেজ খরমপুর, শেরপুর শহর শেরপুর।